দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে এবার প্রতিমা বেচা কেনা নেই বললেই চলে।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: কোভিডের কারণে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে এবার প্রতিমা বেচা কেনা নেই বললেই চলে।ফলে মৃৎ শিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরি করে চাতক পাখির মতন তাকিয়ে কখন একটা খরিদ্দার আসবে।আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পুজো।ফলে হাতে গোনা আর কয়েক টা দিন বাকী আছে।

আর এই কয়েক দিনের মধ্যে প্রতিমা গুলি বিক্রি না হলে মাথায় হাত সুন্দরবনের মৃৎ শিল্পীদের।সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-২ অঞ্চলের বাসিন্দা মৃৎ শিল্পী এ বছর প্রায় ৪৫ টি সরস্বতী প্রতিমা তৈরি করেছে।কিন্তু এখনও পর্যন্ত তার ৭ টি প্রতিমা বায়না হয়েছে।ফলে বাকী প্রতিমা গুলি কি হবে তা নিয়ে তার চিন্তার ভাঁজ পড়েছে কপালে।এখনও সে চাতক পাখির মতন তাকিয়ে আছে কখন আসে খরিদ্দার প্রতিমা নেওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 10 =