নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: সোমবার ১৪,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং পূর্ব বিধানসভা নারায়ণপুর অঞ্চলে ওয়াকাফ বিল প্রত্যাহারের দাবিতে ওয়াকাফ বাঁচাও সমাবেশ প্রায় ৪০ হাজারের বেশি মুসলিম সম্প্রদায় মানুষের সাথে হিন্দু মানুষের সমাবেশও দেখা গেল ।
যেন সম্প্রীতির রক্ষা করার বার্তা দিতে ভারতবর্ষের অলিতে গলিতে বিক্ষোভ সমাবেশ হচ্ছে তারই একটি অঙ্গ হিসাবে আমাদের এই নারায়ণপুর অঞ্চলে ফুটবল মাঠে আজকে আমাদের এই অনুষ্ঠান ।এই ভারতবর্ষের অলিতে হবে আর কিছু দিন বাদে ঘুটিয়ারি শরীফে আমরা একটা প্রতিবাদ সভা করব যা দেখে স্তব্ধ হয়ে যাবে নরেন্দ্র মোদি।
নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সরদার বলেন ইমাম সাহেব এখানে আছেন একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপর চক্রান্ত করে ক্ষতি করে যাচ্ছেন ।
আরেক দিকে আমাদের ভারতের পার্সোনাল ল বোর্ডের যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তারাও আইনের দুর্বলতা ব্যবস্থা করছেন। যারা আইনের রক্ষক হয়ে বিজেপিতে জয়েন করছে তাদের কি বলা যেতে পারে।