সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। ঘূর্ণিঝড়ের আশংকায় ইতিমধ্যেই জেলাজুড়ে জারি হয়েছে সর্তকতা। জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষদের সতর্ক করার কাজ।সকাল থেকেই শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টি। সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট। দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ফ্ল্যাড সেন্টার গুলিতে ইতিমধ্যে চলছে জোরকদমে শেষ মুহূর্তের কাজ । জেলার বিভিন্ন প্রান্তে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহীনীকে।গঙ্গাসাগরে ছুটির দিনে সকাল থেকে ভিড় জমিয়েছে বহু পর্যটক ও পুণ্যার্থী। সমুদ্রে চলছে পুণ্যডুব। গঙ্গাসাগর উপকূল থানার পক্ষ থেকে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে পর্যটকের সমুদ্র স্নানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । ইতিমধ্যেই গঙ্গাসাগরের সমুদ্রসৈকতে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে চলছে মাইকিং।গঙ্গাসাগরে উপকূলে বিভিন্ন ভাঙ্গন কবলিত এলাকায় মানুষজনকে ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন করতে দেখা গেল গঙ্গাসাগরের বিডিও সুদীপ্ত মণ্ডলকে।
সাগর ব্লক প্রশাসন ও গঙ্গাসাগর উপকূল থানার যৌথ উদ্যোগে চলছে উপকূল তীরবর্তী এলাকায় মাইকিং।অন্যদিকে,নামখানা ব্লকে বকখালি,মৌশুনি দ্বীপ ও হেনরি আইল্যান্ড পর্যটক কেন্দ্রগুলিতে নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশ্যে মাইকিং করে ঘূর্ণিঝড় অশনির আগাম সতর্ক বার্তা দেওয়া হয়।
ইতিমধ্যেই নদী ও সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে।দক্ষিন ২৪ পরগণার জেলা শাসক পি. উলগানাথন বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলাতে ৬ টি কন্টল রুম খোলা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ গুলিতে কাজ চলছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
দুর্যোগ মোকাবিলায় জেলার সমস্ত ব্লক ও পঞ্চায়েত স্তরের সকল আধিকারিকদের প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুত প্রশাসন।