নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: সোমবার ২৩,অক্টোবর :: দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের পূজো ৭৭ তম বর্ষে পদার্পণ করলো। এবারে তাদের মূল আকর্ষণ হারিয়ে যাওয়া ইতিহাসকে পুনরায় মানুষের সামনে নিয়ে আসা। “তাদের থিম মহারাজা তোমারে সালাম”।
মূলত এবারে তারা সত্যজিৎ রায়কে সামনে রেখে’ তারই শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে গোটা মন্ডক জুড়ে। রাজার মুকুটের আদলে তৈরি করা হয়েছে এই মন্ডপ। কাঁচ দিয়ে গোটা মণ্ডপটিকে সাজিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। মোট ৩০ লক্ষ টাকা ব্যয় করে এই পুজো করছেন তারা।
প্রতিবছরই গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে সেরা পুজো করে থাকে এই রামচন্দ্রপুর মিলন সংঘ। তাদের পুজো মণ্ডপের কাজ প্রায় শেষের মুখে। । প্রতিমাও দেখার মত। মণ্ডপের পাশাপাশি প্রতিমাও তৈরি করা হয়েছে সম্পূর্ণ কাঁচ দিয়ে।