নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ :: সোনারপুর :: বুধবার ১৬,এপ্রিল :: সোনারপুর সাহেবপাড়া এলাকায় অভিনব ভাবনাচিন্তা পশুপ্রেমিকদের বিশ্বে যখন ফ্যাশন শো রমরমে শীর্ষের মুকুট পরার জন্য নিজেদের সুন্দর ভাবে তৈরি করছে।
তেমনি রাস্তার বিড়াল কুকুরদের নিয়ে অভিনব ভাবনা চিন্তা সমাজসেবী অনামিকা ভট্টাচার্যের। তিনি বলেন মানুষদের যেমন সাজতে ভালো লাগে নিজেদের সৌন্দর্য পরিবেশন করতে ব্যস্ত হয়ে ওঠেন।তখন একটি চিন্তা ভাবনা নেওয়া হয় তাদেরকে কিভাবে সুন্দর করবো । পশুদের তাই তিনি সর্বপ্রথম বিড়ালদের এই ফ্যাশন শোর ব্যবস্থা করেন সেখানে হাজির হয় অনেক রকমের বিড়াল যা তারাও ফ্যাশন শো দেখানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে ।
তাছাড়াও তিনি রাস্তার অর্থাৎ দেশি কুকুর বিড়ালের সন্তান সমূহর সেবা করেন সম্পূর্ণ বিনামূল্যে। বৈশাখের প্রথম দিনের রাতে এক অভিনব ভাবনাচিন্তার মুগ্ধ করে দিয়েছে সোনারপুরের বাসিন্দাদের।
তিনি এই দিনটি সমস্ত দেশি-বিদেশি কুকুর ও বিড়ালদের সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন এর ব্যবস্থা করান । যখন তাদের কথা ভাবনা চিন্তার কোন মানুষ থাকে না এ হেনো পশুপ্রেমিকে দেখে উৎসাহিত হয়ে পড়েন সাধারণ বাসিন্দারা।