নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: ১৮,মে :: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় রঘুনাথপুর এলাকার ঘটনা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ এবং ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি অনিয়মিত এবং দেরি করে আসেন। পাশাপাশি নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগও করেছেন তারা। সে কারণে ই সেদিন ওই কেন্দ্রে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
এদিকে ওই অঙ্গনওয়ারী কেন্দ্রের দিদিমণি বর্ণালী মৈত্র তাকে মারধরের অভিযোগ করেছেন। যদিও মার ধরে কথা অস্বীকার করেছেন এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ সরকার।