দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে ডায়মন্ড হারবার এসডিও ময়দান থেকে কেল্লার মাঠ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতই কলকাতা সহ রাজ্যজুড়ে বুধবার থেকে পুজোর সূচনা করা হয়। কলকাতার দুর্গাপূজাকে UNESCO World Heritage এর স্বীকৃতি দেওয়ায় রাজ্যজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ।

সেমতই আজ দক্ষিন ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে ডায়মন্ড হারবার এসডিও ময়দান থেকে কেল্লার মাঠ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। হুগলি নদীতে লঞ্চ ও নৌকাতে নীল সাদা বেলুন লাগিয়ে প্রদর্শনী করার পাশাপাশি দুর্গা প্রতিমার ট্যাবলো সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক লোকশিল্পের মাধ্যমে শোভাযাত্রা করা হয়।

শোভাযাত্রার পরই ডায়মন্ড হারবার কেল্লার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে আদিবাসী নৃত্য, বাউল গান সহ একাধিক লোকশিল্প অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা, পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল, জেলা সভাধিপতি সামিমা সেখ, জেলাশাসক সুমিত গুপ্তা, ডায়মন্ড হারবার পুলিশ জেলার এস পি ধৃতিমান সরকার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =