দক্ষ শিকারি , সাতাঁরে নাম-ডাক , তবুও এ যাত্রায় ব্যর্থ বাঘমামা

স্পর্শ দাস :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: শনিবার ২০,মে :: ম্যানগ্রোভ আর সুন্দরী গাছের ঘেরাটোপে ছোট ছোট খাঁড়ি। প্রকৃতির এক অভিরূপ সৌন্দর্য এখানে। এই সুন্দরবন যেমন সুন্দর, তেমনই ভয়ঙ্কর। কথায় বলে, জলে কুমির ডাঙায় বাঘ। আর এই কথাটি সুন্দরবনের জন্য একেবারে যথোপযুক্ত।

সোঁদা মাটি আর নোনা জলের সুন্দরবনের এই বিস্তীর্ণ অঞ্চলে রীতিমতো রাজ করে বেড়ায় রয়্যাল বেঙ্গল টাইগার । দক্ষিণরায়ের এক ঝলক দেখা পাওয়ার জন্য বহু পর্যটক সুন্দরবনে ঘুরতে আসেন। কিন্তু ডোরাকাটা অবশ্য সবাইকে দেখা দেয়না । তবে এবার সেই বনের রাজার এক বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়।

সুন্দরবনের বাঘের সাঁতারু হিসেবে বেশ ভাল নাম-ডাক রয়েছে । দক্ষ শিকারিও হিসেবেই খ্যাতি রয়েছে। এমনই এক শিকারের দৃশ্য এবার ক্যামেরাবন্দি হল। হরিণ শিকার করার জন্য ঝোপের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে ছিল দক্ষিণরায়। তারপর সুযোগ বুঝে আক্রমণ।

বাঘ তাড়া করতে হরিণও প্রাণপণ ছুট দিল। পাশেই একটি খাঁড়ির মধ্যে নেমে যায় হরিণটি। পিছনে ধাওয়া করে দক্ষিণরায়ও গিয়ে নামে জলের মধ্যে। ধরেও ফেলে হরিণটিকে। থাবা বসিয়ে দেয়। কিন্তু ডুব দিল হরিণ। তাকে ধরতে ডুব দিল । কয়েক মুহূর্ত পর মুখ তুলে দেখল, তার থেকে কিছুটা দূরে শিকার ।

জলের মধ্যেই আবার ধরার চেষ্টা। কিন্তু হরিণটি জল থেকে পড়িমড়ি করে পাড়ে উঠেই দে-ছুট। এরপর চোখে-মুখে ব্যাপক হতাশা নিয়ে শেষ পর্যন্ত বাঘটিও সাঁতার কেটে উঠে আসে ডাঙায়। কিন্তু ততক্ষণ হরিণটি এলাকা থেকে পালিয়ে গিয়েছে । যতই দক্ষ শিকারি হোক, যতই সাতাঁরে নাম-ডাক থাক, এ যাত্রায় কিন্তু হরিণ শিকারে পুরোপুরি ব্যর্থ হল বাঘমামা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 10 =