নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বুধবার ৩,সেপ্টেম্বর :: বীরভূমের বোলপুর থানার বড় শিমুলিয়া গ্রামে মঙ্গলবার সকাল থেকেই চরম অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগ, এলাকার দখলদারি নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
গ্রামবাসীরা জানান, সকাল থেকে দফায় দফায় চলতে থাকে গোষ্ঠী-সংঘর্ষ। আশ্চর্যের বিষয়, সেই সময় গ্রামে পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলে আতঙ্কিত সাধারণ মানুষ বাড়িঘর ছেড়ে বেরোতে সাহস পাচ্ছেন না। বর্তমানে গ্রাম কার্যত পুরুষশূন্য।
অশান্তি নিয়ন্ত্রণে আনতে এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। চলছে টহলদারি। তবে গ্রামবাসীদের দাবি, কড়া পদক্ষেপ নিয়ে দ্রুত শান্তি ফিরিয়ে আনা হোক।