‘দণ্ডি’ কাটানোর অভিযোগ তুলে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১৭ই,এপ্রিল :: তিন আদিবাসী রমণীকে তৃণমূলে যোগ দেওয়ানোর নামে ‘দণ্ডি’ কাটানোর অভিযোগ তুলে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য জুড়ে বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। সোমবার ঐ সংগঠনের সদস্যরা বনধের সমর্থণে বাঁকুড়ার বিভিন্ন অংশে পথ অবরোধ শুরু করেছেন। এই অবরোধ ও বনধে পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে।

এদিন ছাতনার ধবন মোড়ে পথ অবরোধ করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। সংগঠনের তরফে বলা হয়েছে গত ৭ এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে তৃণমূলে যোগদানের নামে তিন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানো হয়। ঐ নিদানকারীকে গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেওয়ার দাবিতে এই পথ অবরোধ ও বনধের ডাক বলে তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =