নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দত্তপুকুর :: সোমবার ২৯,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনার দত্তপুকুর শিবালয়ে বুড়োমার দালানের ঐতিহাসিক দুর্গাপুজো আজও প্রাচীন রীতিতে হয়ে চলেছে। ৩৫৫ বছরের এই পুজো ঘিরে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মত ।
পারিবারিক এই পুজোর ঐতিহাসিক ঘটনা জানালেন পরিবারের সদস্যরা। প্রায় ৩৫০ বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্রের বংশধর মহারাজা শিব চন্দ্র রায় বাণিজ্য করতে কৃষ্ণনগর থেকে যাওয়ার পথে, শিবালয়ের এই স্থানে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়েন। বাধ্য হয়ে এখানেই তাকে রাত কাটাতে হয়।সেই রাত্রে স্বয়ং মহামায়া রাজা কে স্বপ্নাদেশ দেন তাকে তাল পাতার কুঁড়ে ঘরে এই গ্রামে প্রতিষ্টা করতে হবে। সেই মতো রাজা শিবচন্দ্র তাল পাতার কুঁড়ে ঘর বানিয়ে মা দুর্গাকে প্রতিষ্ঠা করলেন। মায়ের আদেশ মত মায়ের দুই হাত প্রকাশ্যে এবং আট হাত অদৃশ্য রাখলেন।
সিংহবাহিনী দুর্গার বদলে ঘোড়ার উপর অধিষ্ঠান করালেন দেবী দুর্গাকে। সেই ভাবেই আজও ওই একই রূপে শিবালয়ের বুড়োমার দালানে পুজিত হয়ে আসছেন মা দুর্গা।