দমদম নাগের বাজারের ক্ষুদিরাম কলোনি দুর্গোৎসব কমিটির ৭৫ বছরের পুজোর থিম ‘ময়দানের দশভূজা’।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দমদম :: মঙ্গলবার ৮,অক্টোবর :: দমদম নাগের বাজারের ক্ষুদিরাম কলোনি দুর্গোৎসব কমিটির ৭৫ বছরের পুজোর থিম ‘ময়দানের দশভূজা’। শিল্পী মধুরিমা ভট্টাচার্যের ভাবনায় সাজছে এই পুজো মণ্ডপ। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, ‘মা দুর্গা আমাদের দশভূজা। কথায় আছে মেয়েরা মায়েরই জাত।

ঘরে বাইরে কোথাওই মেয়েরা আজ আর পিছিয়ে নেই। দশ হাতে তাঁরা সামলাচ্ছেন সবকিছু। অফিসে, আদালতে, কখনও ডাক্তারিতে, কখনও আবার খেলার মাঠেও শ্রেষ্ঠত্বের ছাপ রাখছেন তাঁরা।

ক্রিকেটার ঝুলন গোস্বামী হলেন এরকমই একজন অলরাউন্ডার ক্রিকেটার, যিনি ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দল, বেঙ্গল উইমেন, ইস্ট জোন উইমেন, এবং এশিয়ার উইমেন ইলেভেন দলের হয়ে ক্রিকেট খেলেন।’

তাঁদের আরও বক্তব্য, ‘ক্রিকেটের উৎপত্তি কিন্তু এদেশে নয়। সুদূর ইংল্যান্ডে। ১৮ শতাব্দীতে ইউরোপীয় বণিক নাবিকদের দ্বারাই ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের প্রচলন হয়।

আর আজকে সেই ভারতীয়রাই নিজের কর্মদক্ষতায় আন্তর্জাতিক ক্রিকেটে দেশের নাম উজ্জ্বল করেছেন। ঝুলন গোস্বামী আমাদের বাংলার মেয়ে, আমাদের দেশের গর্ব। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে তাই শ্রদ্ধা জানাব আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 7 =