নিজস্ব সংবাদদাতা : সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ২৪,সেপ্টেম্বর :: দম্পতি ঝুলন্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় বারাবনি থানার রসুলপুর গ্রামে। মৃত দম্পতির নাম নির্মল মন্ডল ও জোৎস্না মন্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে রাত্রি বেলায় তাদের১২ বছরের ছেলেকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে আত্মঘাতী হয়।
ঘটনার খবর পেয়ে আসে বারাবনি থানার পুলিশ। তদন্ত সার্থে পুলিশ নির্মল মন্ডলের দাদা উত্তম মন্ডল বৌদি পুতুল মন্ডল এবং তাদের ছেলে বিষ্ণু মন্ডলকে আটক করে নিয়ে যায়।
মানসিক অবসাদে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান। মৃত দম্পতিকে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।