দর্শকাসনে বসেই শিঙারায় কামড় বসাতে দেখা গেল করিনাকে—আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করলেন ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: বিনোদন ডেস্ক :: শনিবারে ২০,ডিসেম্বর :: বলিপাড়ার ফিটনেস আইকন করিনা কাপুর বরাবরই কড়া ডায়েট ও নিয়মিত শরীরচর্চার জন্য পরিচিত। দু’বার মা হওয়ার পর অল্প সময়ের মধ্যেই নিজের পুরনো ফিগারে ফিরে নজির গড়েছেন তিনি।

তবে বছর শেষে এসে সেই কঠোর নিয়মেই সামান্য ছেদ পড়ল। দুই ছেলের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গিয়ে দর্শকাসনে বসেই শিঙারায় কামড় বসাতে দেখা গেল করিনাকে—আর সেই মুহূর্তই ক্যামেরাবন্দি করলেন ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর।লোকচক্ষুর আড়ালে একটু রসাস্বাদনের চেষ্টা করেছিলেন নায়িকা। কিন্তু তা আর গোপন থাকেনি। করণ জোহর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল।

আলু-কড়াইশুঁটি-তেল-মশলার পুর ভরা শিঙাড়া আয়েশ করে খেতে দেখা যায় করিনাকে। ভিডিয়োর সঙ্গে করণ মজা করে লেখেন, স্কুল জীবনেও নাকি এভাবেই লুকিয়ে লুকিয়ে শিঙাড়া খেতেন করিনা।

করণের কথায় তৎক্ষণাৎ জবাব দেন করিনাও। তিনি স্পষ্ট জানান, এই মুহূর্তে তিনি কোনও ডায়েটে নেই, তাই শিঙাড়া খেতে তাঁর কোনও বাধা নেই। অনুরাগীদের মধ্যে প্রচলিত ‘সব সময় ডায়েটে থাকা করিনা’ ভাবমূর্তি ভাঙতেই নাকি করণ ইচ্ছা করেই এই ভিডিয়ো পোস্ট করেছেন।

যদিও শিরোনামে মজা করে ‘মুখ দেখাদেখি বন্ধ’ বলা হলেও, বাস্তবে দুই বন্ধুর বন্ধুত্ব এখনও অটুট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =