নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বৃহস্পতিবার ১,ফেব্রুয়ারি :: আলিপুরদুয়ার জেলার দলগাঁও চা বাগানে বনদপ্তরের লাগানো খাঁচায় বন্দী হল চিতা বাঘ।
খাঁচা বন্দি চিতা বাঘ উদ্ধার করে বনকর্মীরা। তবে চিতা বাঘ খাঁচা বন্দি হলেও আতঙ্কে রয়েছে ওই এলাকার বাসিন্দারা।