দলিল জাল করে অপরের সম্পত্তি নিজের নাম করে নিলেন সরকারী নথিতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২১,নভেম্বর :: জীবিত মানুষকে মৃত বানিয়ে নকল কাগজপত্র দিয়ে জাল দলিল তৈরি করে, অপরের সম্পত্তি নিজের নামে করে সরকারী নথিতে নাম পরিবর্তনের অভিযোগ উঠল প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান‌ জেলার পূর্বস্থলী ২নং ব্লকের জাহাননগর পঞ্চায়েত অন্তর্গত দ্বীপে মাঠ এলাকায়।

ঠাকুরদাস দাস তার সম্পত্তি সমস্ত কিছুই ২০১৫ সালে তার মেয়ে হরিবালা দে ও জামাই গোপি দে কে সরকারি নিয়ম-বিধি মেনে দানপত্র করে দেন। দিন ১৫ আগে ঠাকুর দাস যখন ওই সম্পত্তির খাজনা দিতে বিএলআর অফিসে যান,ওখানে গিয়ে তিনি জানতে পারেন সেই সম্পত্তি তার নয়।

২০২২ সালে ওই সম্পত্তির আইনত বৈধ মালিক তার প্রতিবেশী সমাপ্তি শীল দাস ও সুশান্ত দাস । তখন তিনি বর্ধমানে গিয়ে ওই সম্পত্তির নকল দলিল তোলেন। সেই দলিলে তার মেয়ে এবং জামাই মৃত দেখানো হয়। এই বিষয়টি সম্বন্ধে প্রতিবেশী সুশান্ত দাসের কাছে জানতে চাওয়া হলে মারধরের হুমকি দেন।

এই বিষয়ে নাদন ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। বেশ কিছুদিন চলে যাওয়ার পর কোন প্রশাসনের তরফ থেকে কাজ না হওয়ায় তিনি মহাকুমার শাসকের দরবারে অভিযোগ জানান। যদিও এ বিষয়ে সমাপ্তি শীল দাস ক্যামেরার সামনে কিছু বলেননি, তিনি জানান এ বিষয়ে কিছু জানেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 7 =