নিজস্ব সংবাদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তি :: শুক্রবার ৩০,জুন :: পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীতে। দলীয় পতাকা লাগানো কে কেন্দ্র করে উত্তেজনা। সিপিআইএম ও তৃণমূলের মধ্যে গন্ডগোলের জেরে আহত হয় উভয় পক্ষের মোট তিনজন।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার ভরতগড় বাজার এলাকার। আহতরা বর্তমানে বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় তৃণমূলের পক্ষে অভিযোগ , ভরতগড় বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা খুলে ফেলে দিয়ে সিপিআইএমের দলীয় পতাকা বাঁধছিল তাদের কর্মীরা। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ করতে গেলে তাদেরকে মারধর করে। লাঠি রড দিয়ে মারধর করে সিপিআইএমের কর্মীরা, এমনটাই অভিযোগ তৃণমূলের।
অন্যদিকে সিপিআইএমের অভিযোগ ,এলাকায় তাদের প্রচারে বাধা দিচ্ছে শাসক দল। এর পাশাপাশি তাদের প্রার্থী এলাকায় প্রচার করতে গেলে তাকে ঘিরে ধরে মারধর করে তৃণমূল আশ্রত দুষ্কৃতীরা।এই ঘটনায় আহত হয় সিপিআইএমের প্রার্থী জলিল সেখ।তবে তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এমনটাই জানালেন সিপিআইএম নেতৃত্ব।