নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ তুফানগঞ্জ :: ০৬ জুলাই :: বৃহস্পতিবার :: দলীয় প্রার্থীদের ভোট প্রচারে এসে চোর মুক্ত ও হিংসামুক্ত পঞ্চায়েত গড়ার আহ্বান জানালেন বিজেপি রাজ্য সহ-সভাপতি দিলীপ ঘোষ। বুথবার সন্ধ্যায় তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-২ গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি এলাকায় স্থানীয় বিজেপি প্রার্থীদের হয়ে জনসভায় উপস্থিত হন বিজেপির রাজ্য সহ- সভাপতি দিলীপ ঘোষ। এদিন তৃণমূলের একের পর এক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন তিনি। বক্তব্যের মধ্যে দিয়ে তিনি বলেন, ১১ সালে পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল সরকার গঠন করল ঠিকই। তবে সাধারণ মানুষের কোন উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে তৃণমূলের ভাইদের। যার টিনের চালা বাড়ি ছিল সে দুতলা বাড়ি হাকিয়েছে। যার একটি মোটরসাইকেল ছিল সে এখন চার চাকা গাড়ির মালিক। এই হল তৃণমূলের উন্নয়ন। পঞ্চায়েত নির্বাচন চোর তাড়ানোর নির্বাচন। গত পঞ্চায়েতে আমাদের কাউকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। আমাকে কোচবিহারে কোথাও যেতে দেওয়া হয়নি। কোথাও পুলিশ আটকাতো কোথাও বা তৃণমূলের গুন্ডারা আটকাতো। আমাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিয়েছিল। পড়ে আমারা লোকসভা ভোটে জিতে তৃণমূলের সেই গুন্ডা নেতাদের তুলে আছার দিয়েছিলাম। এবার যদি কেউ যদি ভোট লুট করতে আসে, চোরের সাথে আমরা ঠিক যেমন করি, ঠিক তেমনি ট্রেচারে শুয়ে হাসপাতালে পাঠিয়ে দেবেন।