নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের ভাঙ্গচুরের প্রায় ২৪ ঘন্টা পর ড্যামেজ কন্ট্রোলে আসরে নামলো শাসক তৃণমূল। মঙ্গলবার ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবুর উপস্থিতিতে ‘তালাবন্ধ’ দলের সিমলাপাল ব্লক কার্যালয় খোলা হয়। যদিও এদিন এই সময় তৃণমূল নেতা কর্মীদের উপস্থিতি ছিল নিতান্তই হাতে গোনা।
প্রসঙ্গত, গত সোমবার দলের অঞ্চল সভাপতি নিয়োগ ঘিরে স্থানীয় বাসিন্দা তথা দলের জেলা সভাপতি দিব্যেন্দু সিংহমহাপাত্র ওরফে ‘পুটক্যা’র বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে সিমলাপাল ব্লক তৃণমূল কার্যালয়ে ভাঙ্গচুর চালান একদল নেতা কর্মী। এমনকি ঐ কার্যালয়ে তালা বন্ধও করে দেন তারা।
এদিন বন্ধ তালা খোলার পর সিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহবাবু সাংবাদিকদের বলেন, কিছু কর্মীর অঞ্চল সভাপতি নিয়োগ নিয়ে জিজ্ঞাসা ছিল, ঘটনার সময় আমি ছিলামনা, দলীয় কর্মসূচীতে কলকাতায় ছিলাম। যা ঘটনা ঘটার ‘ক্ষোভে’র কারণেই হয়েছে। বিষয়টি উর্দ্ধতন দলীয় নেতৃত্বকে জানানো হয়েছে। তবে ঐ ঘটনার প্রভাব আগামী পঞ্চায়েত নির্বাচনে পড়বেনা বলেই তিনি দাবি করেন।