“দল থাকলে সবাই থাকবো, কিন্তু দল না থাকলে কেউই থাকবো না”বালুরঘাটে পুরভোটে স্পষ্ট বার্তা বিপ্লবের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: দল থাকলে সবাই থাকবো, কিন্তু দলই যদি না থাকে তাহলে কেউই থাকবো না” বালুরঘাটে পুরভোটের আগে ড্যামেজ কন্ট্রোল করতে মন্ত্রী শশী পাঁজা কে পাশে বসিয়ে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। সোমবার পুর ভোটকে সামনে রেখে বালুরঘাটের একটি বেসরকারী অডিটোরিয়ামে সাংগঠনিক কর্মী সভার ডাক দেয় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব।

পুর ভোটের প্রাক্কালে প্রার্থী নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মীদের মধ্যে যে বিভেদ তৈরি হয় তা দূর করতেই এদিন একজোটে স্পষ্ট বার্তা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাজা ও বিপ্লব মিত্র। এদিনের এই কর্মীসভায় রাজ্যের দুই মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, শহর তৃণমূল সভাপতি বিমান দাস, আইএনটিটিইউসির জেলা সভাপতি রাকেশ শীল, যুব সভাপতি অম্বরিশ সরকার সহ অনান্য জেলা নেতৃত্বরা।

২৭ ফেব্রুয়ারী রাজ্যের ১০৮ টি পুরসভার সাথে নির্বাচন রয়েছে বালুরঘাট পুরসভাতেও। শহরের ২৫ টি ওয়ার্ডে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই সামনে আসে একাধিক বিক্ষোভের ঘটনা। দুটি ওয়ার্ডে প্রকাশ্যে আসে গোজ প্রার্থী দেওয়ার ঘটনাও। যা নিয়ে কার্যত হিমশিম খেতে হয় জেলা তৃণমূল নেতৃত্বদের। এদিকে দু’দফায় প্রার্থী তালিকা প্রকাশ হওয়ায় বাদ পড়েছে একাধিক নাম।

শুধু তাই নয় বিদায়ী কাউন্সিলরদের কেউই জায়গা পায়নি এবারের পুর নির্বাচনে লড়াই করার। যাকে ঘিরে ক্ষোভে ফুসছে একাংশ নেতা কর্মীরা। শহরের ২৫ টি ওয়ার্ডে চোরা স্রোতের আশঙ্কাও করছেন নেতৃত্বরা। আর যা ড্যামেজ কন্ট্রোল করতেই এদিন বালুরঘাটের একটি বেসরকারি অডিটোরিয়ামে কর্মী সভার ডাক দেয় জেলা তৃণমূল নেতৃত্ব।

                                                                                                         বিজ্ঞাপন

যেখানে মুল বক্তা হিসেবে হাজির ছিলেন রাজ্যের শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাজা এবং কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র ।শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ১০৮ টি পুরসভায় দখল করবে তৃণমূল। বিরোধী কারা থাকবে তা বিজেপি ও বামেরা ঠিক করে নিক।

কৃষি বিপনন মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে সেটা দেখার দায়িত্ব আমাদের তৃণমূল কর্মীদেরই। শুধু তাই নয় বিরোধীরা যেন আমাদেরকে কেউ কালিমালিপ্ত না করতে পারে তা নিয়েও কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =