নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১৩,অক্টোবর :: দশমির রাতে উপচে পড়া ভীড় দর্শনার্থী দের, ভীড় সামলাতে হিমসীম খাচ্ছে আয়োজকরা । দশেরার রাত যত বাড়ছে ভীড় ততো বাড়ছে l দুর্গাপুর ফরিদপুর শংকরপুর সর্বজনীন দূর্গা পূজা এ বছর ২৫ বছরে পদার্পণ করল তাদের পুজো।
আমেরিকার স্বামীনারায়ণ টেম্পলের আদলে তৈরি এই মন্ডপ। পুজোর তিন মাস আগেই এই মন্ডপের তৈরির কাজ শুরু করা হয়। প্রায় ৬০ জনেরও বেশি কারিগর এই মন্ডপ তৈরি কাজে লাগে মেদনীপুর থেকে আসে কারিগর। পুজোর বাজেট আনুমানিক ৪০ লক্ষ টাকা।