দশম স্থান অধিকারী রাহুল রিক্তিয়াজ উদ্যোগপতি অর্থাৎ শিল্পপতি হতে চায়।

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: শুক্রবার ২,মে :: মা রহিমা মোল্লা চায় ছেলে চিকিৎসক হোক। কিন্তু মাধ্যমিকে জয়নগর জে এম ট্রেনিং হাই স্কুলের ছাত্র রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অধিকারী রাহুল রিক্তিয়াজ উদ্যোগপতি অর্থাৎ শিল্পপতি হতে চায়। কারণ দেশ বা রাজ্যের অর্থনৈতিক পরিবর্তন আনতে চায় সে।

এই ফলাফলের থেকে আরও ভালো ফলাফল আশা করেছিল রিক্তিয়াজ। রিক্তিয়াজের বাবা আব্দুর রাকিব একজন শিক্ষক। এই ফলাফলে শিক্ষক ও বাবা মা কে কৃতিত্ব দিতে চায় রিক্তিয়াজ।

জয়নগর জে এম ট্রেনিং স্কুলে ২০২২ সালে তিনজন মেধা তালিকায় স্থান পেয়েছিল। এবার আবার সাফল্য স্কুলের। এই স্কুল থেকে দশম স্থান উঠে এল মেধা তালিকায়।

রিক্তিয়াজ দেশের সামগ্রিক পরিস্থিতিতে শান্তি চায়। আর শিক্ষকদের চাকরি চলে যাওয়া নিয়ে হতাশ সে। সে এই স্কুল থেকেই ডাটা সায়েন্স নিয়ে পড়তে চায়। তার এই সাফল্যে খুশি বাবা ও মা। মা বলেন, ছেলে যা হতে চায় তাই হবে। ওর ইচ্ছাই শেষ কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − twelve =