নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৯,ডিসেম্বর :: দশ মিনিটে বিগ বাস্কেট বিতরণ পরিষেবা চালু হলো দুর্গাপুরে। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে তারই হল প্রেস মিট। সংস্থার বিজনেস হেড কপোল সরকার বলেন দুর্গাপুরে শুরু হল দশ মিনিটে মুদিখানার জিনিস বিতরণ পরিষেবা,
দুর্গাপুরের গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে ডাস্ক স্টোর খোলা হয়েছে, জিনিসপত্রগুলো মজুত ওখানেই করা হয়েছে। ফোনে গ্রাহক অর্ডার করলে দশ মিনিটে পেয়ে যাবে। মোট দশ হাজারের মতো মুদিখানার দ্রব্য সামগ্রী আছে। বাড়িতে বয়স্ক যারা আছেন ও যাদের হাতে সময় খুব কম প্রধানত তাদের জন্যই বিগ বাস্কেট খোলা হয়েছে। নতুন ১০ জন গ্রাহকদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না।
তারপর থেকে ২৯৯ টাকার বেশি জিনিস কিনলে বিনামূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেবার জন্য কোন অতিরিক্ত মূল্য লাগবে না। ১০ মিনিটে ৮০ শতাংশ অঞ্চলে পরিষেবা দেয়া হবে, দুর্গাপুরের বিধান নগর সিটি সেন্টার এবং বেনাচিতি অঞ্চল। বাকি অঞ্চলগুলিতে এক ঘন্টাতে পরিষেবা পৌঁছাবে। দুর্গাপুরের অনলাইন পরিষেবা সংস্থা বিগ বাস্কেটের সেন্টার দুর্গাপুরের বিধান নগর ও সিটি সেন্টারে