নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আগরতলা :: সোমবার ১৩,জানুয়ারি :: রাজ্য পুলিশের চরম দুর্বলতার কারণে মেঘালয় থেকে এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট নিয়ে বিভিন্ন নাকা পয়েন্ট অতিক্রম করে আগরতলায় এসে পাচারের জন্য বসেছিল লরি চালক এবং সহ চালক।
অবশেষে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা জেলা সুপার বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে নাগাল্যান্ডের একটি লরি থেকে প্রায় এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তার হয় বিশালগড়ে দুই নেশা পাচারকারী তথা লরি চালক এবং সহচালক।
ধৃত দুজনের নাম জামাল হোসেন, বয়স ৪৩, বাড়ি বিশালগড়ে এবং মিন্টু বর্মন, বয়স ৩৩, বাড়ি বিশালগড়ে। জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, নাগাল্যান্ডের একটি লরি রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড় করানো ছিল। পুলিশ গোপন খবরের ভিত্তিতে গাড়িতে অভিযান চালায়। গাড়ির কেবিন থেকে এক লক্ষ কুড়ি হাজার ইয়াবার ট্যাবলেট উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গাড়িটি মেঘালয় থেকে সিমেন্ট বোঝাই করে সোনামোড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু গাড়িতে ইয়াবা ট্যাবলেট ছিল। কোথা থেকে কিভাবে ইয়াবা ট্যাবলেট গুলি গাড়ি চালক এবং সহ চালক পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট হয়নি। তবে গাড়ি থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট পুলিশ আটক করেছে।