নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৫,ডিসেম্বর :: কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক। দাউ দাউ আগুন আনন্দপুরের গুলশন কলোনিতে । শহরের অন্যতম ঘন জনবসতিপূর্ণ এলাকা আনন্দপুরের গুলশন কলোনি। জানা যাচ্ছে, বাড়ির নীচের তলায় রঙের গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, দোতলা থেকে কোনওমতে বাসিন্দাদের নামিয়ে আনা হয়েছে। আনন্দপুরের এই এলাকা ঘন জনবসতিপূর্ণ । তাই আগুনের জেরে দেখা দিয়েছে প্রবল আতঙ্ক। পাশের নির্মীয়মাণ বহুতলেও আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঝলসে কালো হয়ে গিয়েছে বাড়িটি। প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত নেই।
