দাদপুরের হারিট হাই স্কুলের সদ্য প্রাক্তন পিওন জিতেন ফিরে আসেন বাড়িতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: শুক্রবার ৪,এপ্রিল :: বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়েছিলেন পোলবা কামদেবপুর হালদারপাড়ার যুবক জিতেন টুডু। সেখানেই চাকরি যাওয়ার খবরটা শুনতে পান। এরপরই ভেঙে পড়েন তিনি।

বাড়ি ফিরে আসতে চাইলে প্রধান শিক্ষক বিদ্যালয়ের এক করণিক অনির্বান মণ্ডলকে জিতেনের সঙ্গে পাঠান। দাদপুরের হারিট হাই স্কুলের সদ্য প্রাক্তন পিওন জিতেন ফিরে আসেন বাড়িতে।

২০১৬ সালের রাজ্য এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দেওয়ার পর জীবনটাই যেন বদলে গেল জিতেনের। বাবা অক্ষর চিনলেও মা সম্পূর্ণ নিরক্ষর। অন্যের জমিতে চাষাবাদ করেই জীবন চলে।

সেই ঘরের বড় ছেলেই জিতেন বিএ পাশ করেন হুগলির মহসিন কলেজ থেকে। বাবার সঙ্গে চাষাবাদে সহযোগিতা করতে করতেই চাকরির প্রচেষ্টাও চালিয়ে যাছিলেন।

২০১৬ সালের সেই এসএসসি পরীক্ষায় বসে পাশ করেছিলেন তিনি। ২০১৮ সালের ১৮ এপ্রিল চাকরিতে যোগদান। তারপর ভালই চলছিল। এ দিন সুপ্রিম কোর্টের রায়ের পর এক লহমায় যেন সব শেষ হয়ে গেল জিতেনের।

তাঁর কথায়, আমাদের মত ঘরে ঘুষ দেওয়ার মত টাকাই ছিলে না। স্বচ্ছ ভাবেই চাকরি পেয়েছিলাম। কিন্তু দেশের শীর্ষ আদালতের রায়ে আমরাও যেন সাজা পেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =