নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২৩,মার্চ :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের কুরুলিয়া গ্রামের ঘটনা জমি নিয়ে বিবাদে বাঁশ দিয়ে মেরে খুন, আহত দুই। ঘটনাস্থলে পুলিশ।গ্ৰেফতার মূল অভিযুক্ত এবং তার স্ত্রী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য।
চার আঙুল জমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, গতকাল এক পক্ষ বিদ্যুতের আর্থিং খুলে দিতেই বেধে যায় গন্ডগোল। বাঁশ দিয়ে মাথায় এলোপাতাড়ি মার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু।
মৃত ব্যক্তির নাম বছর ত্রিশের হারাধন মন্ডল। গুরুতর আহত আরো দুজন, মৃত ব্যক্তির বাবা স্ত্রী দুজনে আশঙ্কাজনক অবস্থায় বারাসত জেলা হাসপাতালে ভর্তি।
খুন করে পালিয়ে যাওয়ার পথে গ্ৰেফতার মৃত ব্যক্তির কাকার ছেলে পার্থ মন্ডল এবং তার স্ত্রী। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ধৃত দুজনকে শনিবার বসিরহাট মহাকুমা আদালতে তোলা হবে।