দাদুর বাড়ি ঘুরতে এসে নিখোঁজ তিন বছরের শিশু। ভিক্ষুক সেজে তিন বছরের বাচ্চা চুরি করে নিয়ে গেল কালিয়াচকের শেরশাহী থেকে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: দাদুর বাড়ি ঘুরতে এসে নিখোঁজ তিন বছরের শিশু। ভিক্ষুক সেজে তিন বছরের বাচ্চা চুরি করে নিয়ে গেল কালিয়াচকের শেরশাহী থেকে। বাচ্চার নাম আফান শেখ বয়স ৩ বছর, পিতা আবু হায়াত । ঈদের খুশিতে শেরশাহিতে বাবার বাড়ি বেড়াতে এসছিলেন মা ও ছেলে।

চারজন মহিলা এলাকায় আসে ভিক্ষা করতে । সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানা যায়, সেই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চা চুরি করে নিয়ে যায় । তাদের দলে ছিল চার জন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুটি শিশু ।

সেই মহিলারা কোথা থেকে এসেছিল এখনো জানা যায়নি । রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফান কে সঙ্গে করে নিয়ে যায় তারা ।

আজ পাঁচ দিন হয়ে গেলেও কোন খোঁজ মেলেনি শিশুটির। কালিয়াচক থানায় লিখিত নিখোঁজ অভিযোগ জানিয়েছেন শিশুর পরিবারের লোকজন । ছেলের শোকে সন্তান হারা মা, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন ।

আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে । এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ ও পুরো ঘটনাটি তদন্ত করে দেখছেন কালিয়াচক থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − one =