নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বৈদ্যবাটি :: বৃহস্পতিবার ২৪,অক্টোবর :: হুগলীর বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত নিমাই তীর্থ ফেরি সার্ভিস তথা শেওড়াফুলি ফেরি সার্ভিস নামে পরিচিত। ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে পারে, সেই কারণে আগাম সতর্কতা ফেরিঘাট কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনামা সংশ্লিষ্ট ঘাটে টাঙ্গানো রয়েছে।
আগামী ২৫ অক্টোবর দুপুর বারোটা পর্যন্ত এই ঘাটের ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ থাকবে, এই বিষয়ে সরকারি নির্দেশ নামায় উল্লেখিত আছে। নিত্যযাত্রীরা এই ফেরিঘাট পেরিয়ে শেওড়াফুলির গঙ্গার ওপারে অর্থাৎ ব্যারাকপুরের দিকে যান। অনেক যাত্রী ব্যারাকপুর থেকে শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন ধরে তারকেশ্বর বা হাওড়া বা অন্যরুটে নিত্য যাত্রীরা চলাচল করেন।
ফেরিঘাট বন্ধ থাকার কারণে, নিত্যযাত্রী ও অফিস যাত্রীদের অসুবিধা হচ্ছে, যদিও যাত্রী সুরক্ষার বিষয়ে তারা সরকারের এই সিন্ধান্তে সহমত পোষন করেছেন।