নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৫,অক্টোবর :: দানা নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১২ ঘণ্টায় আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে দানা বৃহস্পতিবার মধ্যরাত থেকেই আছড়ে পড়েছে ঘুর্ণিঝড় দানা। শুক্রবার সকাল আটটা থেকেই বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়।
তবে শুক্রবার দুপুরের পর থেকে তার পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে বিশেষ করে দুই কলকাতা, দুর্গাপুরে বৃষ্টি হবে। সম্ভবনা থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার শনিবার বিকেল থেকে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায় সহ দক্ষিণের একাধিক জেলায়। উত্তরবঙ্গের আট জেলাতেও দানার প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।