নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উড়িষ্যা :: শুক্রবার ২৫,অক্টোবর :: দানার প্রধান আঘাত সইতে হবে ওড়িশাকে। সেই পরিস্থিতিতে বুধবার সন্ধ্যার মধ্যে তিন লাখ মানুষকে সরিয়ে ফেলেছে ওড়িশা সরকার। ১৪টি জেলার মোট ১০,৬০,৩৩৬ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
যাঁদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের খাবার-সহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে ওড়িশা সরকার। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে ওড়িশায়। সকাল থেকেই ভদ্রকের ধামারায় বৃষ্টি চলছে।
আপাতত যা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে শেষমুহূর্তে কোনও অভিমুখ না বদলালে দিঘা থেকে মোটামুটি ২০০ কিলোমিটার দূরে ল্যান্ডফল করছে ঘূর্ণিঝড়। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই দিঘায় সমুদ্র উত্তাল হয়েছে। রয়েছে অত্যধিক ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস আছে ।