রাজা ভঞ্জ চৌধুরী :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ৫,অক্টোবর :: শতাব্দী প্রাচীন বসিরহাট মহাকুমা আদালতের প্রায় শতাধিক আইনজীবী তাদের নিজস্ব সেরেস্তা ছিল না। পরের জমিতে ঝড় জল বৃষ্টির উপেক্ষা করে বিচার প্রার্থীদের বিচার পাইয়ে দেওয়ার জন্য দিনরাত লড়াই করেছেন,বসিরহাট মহাকুম আদালত আইনজীবীরা।
বাবু গাজী ও আকবর মোল্লা নিজস্ব তাদের জমি ৯,কাটা জমির উপরে তিন তালা বিল্ডিং এ প্রায় ১০০ টি আইনজীবীদের জন্য সেরেস্তা তৈরি হলো পাকা কংক্রিটের এই ঘর পেয়ে রীতিমতো খুশি আইনজীবীরা। প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে কেটে সেরেস্তা উদ্বোধন করেন প্রশাসনিক কর্তারা।
আইনজীবী অমিত মজুমদার বলেন, একসময় খোলা আকাশের নিচে আবার কখনো রোদ ঝড়-বৃষ্টিতে আইনি পরিষেবা দিতে হতো। যেভাবে বিচারপ্রার্থীদের বিচার পাওয়ার জন্য তাদের জমি দান করেছেন তার ওপর যে সেরেস্তা হয়েছে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পরিষেবা দিতে হতো।
এবার স্থায়ী ঘর পেয়ে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে পাশাপাশি কলকাতা হাইকোর্ট থেকে যেসব আইনজীবীরা আসতো তাদের থাকা ও বসার জায়গাও ছিল না। তাদেরকেই পরিষেবা দিতে পেরে আমরা খুশি