নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৩০,ডিসেম্বর :: দাবি আদায়ে কাজ বন্ধ রেখে রাস্তা অবরোধ অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীদের। দাবি আদায়ে কর্মবিরতিতে নামলেন দুর্গাপুরের অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীরা।
বাঁকুড়ার বড়জোড়ায় মুখ্যমন্ত্রীর সভার আগে সোমবার সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
স্থায়ীকরণ, মাসিক ১৫ হাজার টাকা বেতন, ইএসআই ও পিএফ-এর দাবিতে এই আন্দোলন। দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রায় ১৭৫ জন অস্থায়ী কর্মী।
দুর্গাপুর নগর নিগমের ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব কাজে যোগ দেওয়ার আবেদন জানালেও আন্দোকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে না ফেরার সিদ্ধান্তে অনড়।

