দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ ::ঝাড়গ্রাম :: সামনে ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচন। তার আগেই পোস্টার সাঁটালো বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গাইঘাটা এলাকার বস্তি এলাকায় বসবাসকারী বাসিন্দারা। তাদের দাবি পাকা ড্রেন তৈরি করতে হবে ,স্থানীয় ক্লাবের কাছে একটি হাই মাস্ট আলো বসাতে হবে।
বস্তিবাসীদের পাট্টা দিতে হবে ,পানীয় জলের ব্যবস্থা করতে হবে, পৌরসভার আবর্জনা ফেলার ভ্যাট তৈরি করতে হবে। এই দাবিগুলি পূরণ না হলে তারা পৌরসভা নির্বাচনে ভোট দেবে না বলে পোস্টার দিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে।