কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: দাবি মতো টাকা নির্ধারিত সময়ের মধ্যে না আনায় ৫ বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনের অবিযোগ বাবার বিরুদ্ধে। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তকে পুলিশ না গ্রেপ্তার করায়, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে শুক্রবার বিকেলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখন মৃত শিশুর মামার বাড়ির লোকেরা।
মৃত শিশুর নাম মাহাফিজা খাতুন(৫)। গাজোল থানার বৈরগাছি এলাকার বাড়ি তার। অভিযুক্ত বাবা জুল্লুর রহমান পেশায় মজুর। সে আমবাগান কিনবে বলে শ্বশুরবাড়ি থেকে ৮০ হাজার টাকা দাবি করে। স্ত্রী সারিফা ইয়াসমিনকে বাপের বাড়ি থেকে ওই টাকা আনতে জোর করে পাঠায় সে। এদিকে কন্যা সন্তানকে মায়ের কাছে ছিনিয়ে নেয় সে। দুপুর পর্যন্ত টাকা নিয়ে না আসায় বৃহস্পতিবার বিকেলের দিকে ওই শিশুকে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক সে।