নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: দামোদরের জলে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়াল দুর্গাপুরের বিসর্জন ঘাট সংলগ্ন এলাকায়। যদিও দামোদর নদের যে অংশে মৃতদেহটি ভাসতে দেখা গেছে সেই স্থানের জলাভাগ বড়জোড়া থানার অন্তর্গত বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
এদিন সকালে স্থানীয় মানুষ দেখতে পান নদীর জলে ফুলে ফেপে ভেসে উঠেছে একটি মৃতদেহ। মৃতদেহের পরনে জিন্স প্যান্ট, জ্যাকেট এমন কি মৃতদেহের পকেট থেকে বেশ কিছু টাকা পয়সাও পাওয়া গেছে। কিভাবেএই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয়রা প্রথমে স্থানীয় কোকওভেন থানায় খবর দেয়, পরে ঘটনাস্থলে পুলিশ এসে যে জলাভাগে দেহটি পড়ে থাকতে দেখে সেটি বড়জোড়া থানার অন্তর্গত বলে জানায়, তারপর ঘটনাস্থলে বড়জোড়া থানার পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় মানুষদের জিজ্ঞাসাবাদ করার পরও মৃতদেহ সনাক্তকরণ সম্ভব হয়নি।