নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: রবিবার ২০,জুলাই :: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পাল্লা ৮ নম্বর ঘাট এলাকায়। জানা গেছে এদিন ২৪ বছরের যুবক মানিক বারুই তার বন্ধু রনি বিশ্বাস এবং বছর বারোর ভাগ্না রাজ মন্ডলকে নিয়ে দামোদর নদে স্নান করতে নামে।
জল বেড়ে যাওয়ায় হঠাৎই তিনজনই তলিয়ে যেতে থাকে। এর পরই প্রশাসন এবং স্থানীয়দের চেষ্টায় রনি বিশ্বাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
এরপরই নিখোঁজদের খুঁজতে নৌকা করে উদ্ধার কাজে নেমে পড়েন জামালপুর থানার ওসি নিজেই। এছাড়াও সঙ্গে ছিলেন সিআই এবং আঝাপুর গ্রাম পঞ্চায়েতের উপন প্রধান।
অবশেষে রাজ মন্ডল এবং মানিক বারুই এর মৃতদেহ উদ্ধার হয়েছে নদ থেকে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।