নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা – :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: রাত নয়টা নাগাদ বামনহাট অফিস পাড়া সংলগ্ন এলাকায় এক দুষ্কৃতীর দায়ের আঘাতে আহত হলেন দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের ছায়া সঙ্গী।
ঘটনা প্রসঙ্গে জানা যায় মুন্না অফিসপাড়া এলাকায় একটি দোকান থেকে কিছু কিনছিলেন। ঠিক সেই সময় বামনহাট হরিটপাট এলাকার বাপি বর্মন নামের এক যুবক তাকে অতর্কিত আক্রমণ করেন। অভিযোগ বাপি বর্মনের হাতে থাকা একটি দা দিয়ে মুন্নার উপর প্রাণঘাতী হামলা চালায় অল্পের জন্য বেঁচে যায় মুন্না।
মুন্না মাথা সরিয়ে নিলে তার গালে দায়ের কোপ লাগে এরপর সেখানে উপস্থিত জনতা উন্মত্ত বাপি বর্মনকে আটকানোর চেষ্টা করে। কিন্তু কোনভাবেই সে কথা না শোনায় তার উপরে ক্ষিপ্ত হয় জনতা।
এরপর খবর দেওয়া হয় স্থানীয় সাহেবগঞ্জ থানায় পুলিশ এসে আহত মুন্না এবং বাপি কে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, সেখানেই গ্রেফতার করা হয় বাপিকে।
এ প্রসঙ্গে দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন বাপি একজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী | দিন কয়েক আগেও আমাদের ছেলেদের সাথে একটি ঝামেলায় জড়িয়ে ছিল কিন্তু সে সময় দুর্গা পূজার ছিল বলে তাকে কিছু বলা হয়নি | বিজেপি যদি ভেবে থাকে এভাবে আমাদেরকে রুখে দেওয়া যাবে তাহলে ভুল করছে।