নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বামনহাট :: শুক্রবার ২৪,অক্টোবর :: দায়ের আঘাতে গুরুতর জখম মা ও মেয়ে অভিযুক্ত বাবা পলাতক ।পারিবারিক অশান্তির জেরে প্রথমে মেয়েকে ধারালো দায়ের কোপ বাবার আটকাতে গেলে মাকেও দায়ের আঘাতে জখম করেন বাবা।
প্রসঙ্গত বছর কুড়ি আগে অন্যত্র বিয়ে করে সংসার পাতেন নাগরের বাড়ির অভয় বর্মন মাঝেমধ্যেই আসে এবং অশান্তি করে প্রথম স্ত্রী মাধবী বর্মন এবং দুই মেয়ের সঙ্গে। কিন্তু এবার অশান্তির মাত্রা ছাড়িয়ে যায়। জানা যায় পৈত্রিক সম্পত্তি বিক্রি করা নিয়ে অশান্তি হয়
স্ত্রী এবং কন্যার সাথে রাগের বশে প্রথমে মেয়ের উপরে আঘাত হানে অভয় বর্মন ওই সময় তার স্ত্রী মাধবী বাধা দিতে গেলে তার গলায় দায়ের কোপ মারে অভয় এতে স্ত্রী এবং কন্যা দুজনেই গুরুতর ভাবে জখম হন।
পাশের বাড়ির আত্মীয়রা এসে আহতদের বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।

