নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১,এপ্রিল :: সোমবার সারা দেশে পালিত হয় খুশির ঈদ। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত দারোগাতলা এলাকায় এদিন সকালে মুসলিম ধর্মালম্বী মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
এই শুভক্ষণে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান স্বপন কুমার ঘোষ, কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথসহ বিশিষ্টজনেরা। তাঁরা সকলেই একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।