দার্জিলিংয়ের ছোট পাহাড়ি গ্রাম শ্রীখোলা, সোলারে চলে সবকিছু

নিজস্ব সংবাদদাতা :: দার্জিলিং :: সংবাদ প্রবাহ :: 

যারা ট্রাকিং পছন্দ করেন তাদের জন্য ফাস্ট অপশন অবশ্যই দার্জিলিংয়ের শ্রীখোলা। শ্রীখোলা দার্জিলিংয়ের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। নেপাল লাগোয়া এই গ্রাম। এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনমুগ্ধকর। দুর্গম এলাকা বলে পর্যটকরা খুব একটা এখানে যেতে পছন্দ করেন না। তবে যারা ট্রেকিং করতে ভালোবাসেন তাদের কাছে শ্রীখোলা ফাস্ট অপশন। এনজিপি ,বাগডোগরা, অথবা দার্জিলিং থেকে শ্রীখোলা পর্যন্ত গাড়ি ভাড়া পাওয়া যায়। শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে শেয়ারে জিপে করে রিম্বিক এ গিয়ে সেখান থেকে আবার যাওয়া যেতে পারে শ্রীখোলা। কম খরচে থাকবার জন্য ডরমেটরির ব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে একাধিক হোটেল রয়েছে থাকবার জন্য। নিরামিষ খাবার বেশি পাওয়া যায়, এখানকার ওয়াইন বিখ্যাত। এই ছোট্ট পাহাড়ি গ্রাম নেপাল সীমান্ত লাগোয়া তাই মোবাইলে টাওয়ার মাঝে মাঝেই চলে যায়, কিছু সময় আবার ইন্টারন্যাশনাল টাওয়ার শো করে মোবাইলে। ইলেকট্রিক সমস্যা তো রয়েছেই, এখানে সবকিছু সোলারে চলে, তাই সবথেকে বড় সমস্যা মোবাইল চার্জ দেওয়া। রাতের বেলা খুব কম পাওয়ারের আলো ঘরে থাকে। এত কিছু অসুবিধা থাকার পরেও শৃংখলার বিকল্প নেই , প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। এখানে রয়েছে শ্রীখোলা নদী, যার টলমল জল দেখে মন শান্ত হয়ে যায়। ঝুলন্ত ব্রিজ ও যথেষ্ট আকর্ষণীয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 7 =