সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দার্জিলিঙ :: রবিবার ০১,অক্টোবর :: দার্জিলিঙে আবারো লাইনচ্যুত টয়ট্রেন। এদিন দার্জিলিং এ লাইনচ্যুত হয় টয়ট্রেন। ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে এদিন দার্জিলিং থেকে ঘুম যাওয়ার পথেই লাইনচ্যুত হয় টয়ট্রেন। ঘটনা ঘিরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান হিমালয়ান রেলওয়ের আধিকারিকরা। টয়ট্রেনটিকে লাইনে তুলে আবার যাত্রা শুরু করা হয়। প্রসঙ্গত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিন আজ সকালে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিন দার্জিলিংয়ে বৃষ্টিপাত হয়েছে।
রবিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য যত পুজো সামনে এগিয়ে আসছে, শৈল শহরে পর্যটকদের আনাগোনা বাড়ছে। হোটেল রিসোর্টগুলিতে বুকিং বেড়ে গেছে। খুশির হাওয়া ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে।