সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১০,জানুয়ারি :: দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা কখনও ২ কখনো আবার ৫ এর আশেপাশে ঘোরাফেরা করছে। অপরদিকে সমতল শহর শিলিগুড়ি জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ এর মধ্যে ঘোরাফেরা করছে। এছাড়া দিল্লি সহ গোটা উত্তর ভারতীতে ঠান্ডা ব্যাপক জম্মু-কাশ্মীরে ও কনকন ঠান্ডায় কাঁপছে।
মোটামুটি দেশের অধিকাংশ অংশতে ঠান্ডা অনুভূত হচ্ছে। রাজ্যজুড়ে শীতের স্তুতি চলছে, সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গেছে। সকালে সেই অর্থে রোদের দেখা মিলছে না, বিকেল নামতেই উত্তরে হাওয়ার দাপট , জবুথবু অবস্থা। খুব একটা কাজ না থাকলে বাড়ির বাইরে কেউ বের হচ্ছে না রাতের পর। এই ঠান্ডাতে আমাদের ওস্তাগত প্রাণ।
ঠান্ডার হাত থেকে বাঁচতে ভরসা রুম হিটার, এই বিষয়ে কর্মরত এক সাংবাদিক জানিয়েছেন প্রচন্ড ঠান্ডার কারণে দিনের বেলাতেই বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। হাড় কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডা, সর্বোচ্চ তাপমাত্রা ৬ ডিগ্রির উপরে উঠছে না রাতের দিকে তাপমাত্রা মাইনাস যাচ্ছে দার্জিলিং এর কিছু কিছু প্রত্যন্ত জায়গায় ।