দার্জিলিং এ বিপর্যয়ে নিখোঁজ যুবকের সন্ধানে দাদা ও বন্ধুরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বৃহস্পতিবার ৯,অক্টোবর :: গত সেপ্টেম্বরে দার্জিলিংয়ের সোনাদার দিকে রওনা হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের পারুলিয়া কোস্টাল থানার অন্তর্গত কামারপোল এলাকার বাসিন্দা ২৫ বছরের হিমাদ্রী পুরকাইত। উত্তরবঙ্গের বিপর্যয়ের পর তার পরিবারে দুশ্চিন্তার ছাপ।

গত শনিবার রাতে শেষ কথা হয়। তারপর থেকে আর খোঁজ নেই হিমাদ্রীর। ছেলে কেমন আছে তা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে বাবা-মায়ের। ইতিমধ্যে হিমাদ্রির খোঁজ শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ প্রশাসনও। যোগাযোগ করা হচ্ছে দার্জিলিং প্রশাসনের সঙ্গে।

জানা গিয়েছে, হিমাদ্রি কখনও ট্যুর গাইড হিসেবে, কখনও স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন পাহাড়ি এলাকায় কাজ করতেন। গায়ক হিসেবেও তার সুনাম ছিল। পুজোর আগে, গত ২২ সেপ্টেম্বর বাড়ি থেকে বেরিয়ে সুখিয়া পোখরিতে গিয়েছিলেন। সেখানকার সোনাদা এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি।

বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগও করেছিলেন। কিন্তু শনিবারের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনও তার কোন খোঁজ মেলেনি। এই পরিস্থিতিতে উৎকন্ঠার মধ্যে রয়েছেন তার পরিবার থেকে শুরু করে বন্ধুরা। ইতিমধ্যে ওই নিখোঁজ যুবকের সন্ধানে তার দাদা ও পাঁচ বন্ধু রওনা দিয়েছে দার্জিলিঙে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। কখনও ট্যুর গাইড হিসেবে, কখনও স্বেচ্ছাসেবক হিসেবে পাহাড়ি এলাকার হোমস্টে কটেজে কাজ করেন।
জানা গিয়েছে, দার্জিলিংয়ে একটি ভ্রমণকারী দলের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে পাহাড়ে যান তিনি। গত রবিবার সুখিয়াপোখরি থানা হিমাদ্রির বাবা-মাকে জানায়, প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় টেন্টটি ভেসে যেতে পারে। ছেলের খবর না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন হিমাদ্রির বাবা-মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + nineteen =