সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং/সিকিম :: বৃহস্পতিবার ১৪,ডিসেম্বর :: সান্দাকফুতে তুষারপাতের ঘটনা, উচ্ছ্বাসিত পর্যটকরা। এদিন দার্জিলিং এর সান্দাকফুতে তুষারপাতার ঘটনা ঘটেছে। তুষারের চাদরে ঢেকে গিয়েছে গোটা এলাকা। পাশাপাশি মিরিকে শিলা বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আরেক পাহাড়ি শহর কালিম্পং এর তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী, কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়ি শহর।

ডিসেম্বর মাস থেকেই দেখা যাচ্ছে শীতের ঝড়ো ব্যাটিং। পাহাড়ে তুষারপাতার ঘটনার পাশাপাশি এদিন শহর শিলিগুড়িতে তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। দিনের বেলা সেই অর্থে রোদের দেখা মেলেনি, সন্ধ্যে নামতে কনকনে উত্তরে হাওয়া দাপট।