সজল দাশগুপ্ত ;; সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: শুক্রবার ১২,জানুয়ারি :: সিকিমের বেশ কিছু এলাকায় তুষারপাত হলেও দার্জিলিংয়ের তুষারপাতের ঘটনা ঘটেনি। তুষারপাতের ঘটনা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে পর্যটকরা। উপরন্ত উত্তরবঙ্গের সমতল এলাকা গুলি যখন কুয়াশা ও উত্তরে হাওয়ার দাপটে নাজেহাল তখন রৌদ্রজ্জ্বল দার্জিলিং, ঘুমন্তবুদ্ধকে দেখতে পেয়ে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে।
কবে হবে তুষারপাত ? আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে দার্জিলিংয়ের বেশ কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পৌষ সংক্রান্তি সামনে, কনকনে ঠান্ডায় মজেছে উত্তরবঙ্গ। কুয়াশার সঙ্গে উত্তরে হওয়ার দাপট অব্যাহত। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ব্যাপক শীত পড়েছে, ঠান্ডার কারণে জনজীবন ব্যাহত হচ্ছে।
উত্তরবঙ্গের শীতের পরিবেশ আরো বেশ কিছুদিন বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছে। তবে দার্জিলিংয়ের তুষারপাতের ঘটনা ঘটতে পারে এই সংবাদ শুনে খুশির হওয়া পর্যটকদের মধ্যে।