নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়া দাসনগর থানা এলাকার অনাদি দাস সরণিতে বাড়িতে ঢুকে দোতলায় উঠে দুঃসাহসিক চুরি। দুই মহিলা ও এক শিশু এই ঘটনার সঙ্গে জড়িত এমনটাই জানাচ্ছেন গৃহকর্তা।
প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকার সোনার গহনা,মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় আততায়ীরা। ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে দাস নগর থানার পুলিশ।