নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দাসপুর :: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট গ্রামের ঘটনা। ব্যাঙ্কের টাকা লুঠ করতে এসে গুলি চালায় দুষ্কৃতকারীরা।
দাসপুর বন্ধন ব্যাংকের ব্রাঞ্চের ব্যাঙ্ক কর্মী প্রশান্ত খাড়া সহ দুজন ব্যাঙ্ক কর্মী গুরুতর জখম হন ,তারমধ্যে প্রশান্ত খাড়া নামে ওই ব্যাংক কর্মিকে দুষ্কৃতীরা রিভলবার দিয়ে মাথায় সজোরে আঘাত করে এবং শূন্যে ফায়ারিং করে । কিন্তু গুলি উপরে চলে যাওয়ায় প্রাণ রক্ষা পায় প্রশান্ত বাবুর ।ওনার মাথায় আঘাত লাগে হাতে গুরুতর চোট পান ।ওনাকে এই মুহূর্তেই দাসপুর গ্রামীণ হাসপাতাল ভর্তি করা হয়েছে ।প্রত্যক্ষদর্শীদের মতে আচমকাই কয়েক জন দুষ্কৃতী রিভলভার এবং ছুরি নিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে এবং ব্যাগ না দেওয়ায় শূন্যে গুলি চালায় ছিনতাইবাজরা এবং ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে ।
গ্রামবাসীদের চিৎকারে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয় ! খবর পেয়ে তড়িঘড়ি দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পড়ে থাকা রিভলভারের সেল ও রক্তাক্ত কাপড় সংগ্রহকরে ।দাসপুর থানার পুলিশ তদন্ত করছে,ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারীক অগ্নিশ্বর চৌধুরী গিয়ে এলাকাবাসীদের জিঙ্গাসাবাদ করছে এবং ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে।