নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দাসপুর :: রবিবার ১০,আগস্ট :: দাসপুর ব্লক এর গোবিন্দপুর ফুটবল ময়দানের সাড়ম্বরে পালিত বিশ্ব আদিবাসী দিবস । আয়োজনে অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ দাসপুর ব্লক মানকি মুডা কমিটি ও ভারত জাকাত মাঝি পারগানা মহল দাসপুর ১ নং ও ২নং মুলুক কমিটি।সকাল ১০ টায় পতাকা উত্তোলন ও পুষ্পার্ঘ্য অর্পণ শ্রদ্ধাজ্ঞাপন করে অনুষ্ঠান শুরু হয়। ১০:৩০মিনিটে শুরু হয় বাইক ৱ্যালি গোবিনপুর থেকে কলোড়া বাসস্ট্যান্ড হয়ে বকুলতলা।
বকুলতলাতে ভগবান বীরসা মুন্ডা ,সিধু কানুর মূর্তিতে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা জানান দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তিওয়ারি, প্রায় শতাধিক বাইক অংশগ্রহণ করেছিল ৱ্যালিতে ।
বিশ্ব আদিবাসী এই অনুষ্টানে অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের যোগদান ছিলো চোখে পড়ার মতো। আদিবাসীদের দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল আদিবাসী নেতৃত্ব।