দিঘায় বেড়াতে আসা পর্যটকদের জন্য তাপপ্রবাহ সতর্কতা জারি করল জেলা পুলিশ প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দীঘা :: ১৩ই,এপ্রিল :: সৈকত নগরী দিঘা সহ উপকূলবর্তী এলাকায় গরমের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। দীঘায় বেড়াতে আসা পর্যটকদের জন্য সতর্কতা জারি করল জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনা থানার পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয়।

প্রচন্ড রৌদ্রের মধ্যে কোন পর্যটক যাতে হোটেল থেকে না বেরান তার জন্য মাইকিং করে অনুরোধ করা হয়। এরপর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর জন্য অনুরোধ করেন। এদিকে আবারও প্রচন্ড গরমে কারণে দীঘায় তেমন পর্যটক নেই বললেই চলে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দীঘায় একেবারে শুনশান।

দীঘা মোহনা থানার ওসি দীপক চক্রবর্তী বলেন ” পর্যটকদের স্বার্থে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। সন্ধ্যার আগে পর্যটকরা যাতে হোটেল থেকে বের না হন তার জন্য সতর্ক করা হচ্ছে “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 11 =